অনলাইন ডেস্ক রিপোর্ট: ইয়াসিন (১০) নামে এক শিশুকে ময়মনসিংহের ত্রিশালে পাওয়া গেছে। তাকে বর্তমানে ত্রিশাল থানা হেফাজতে রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাবার নাম নূরু, মায়ের নাম সীমা, নানার নাম জাফর আলী, মামার নাম খোকন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর পাটুলী গ্রামে নানার বাড়িতে থাকতো সে।
ত্রিশাল থানার উপ পরিদর্শক (নি) মোহাম্মদ আমিনুল হক জানান, রবিবার রাতে তাকে ত্রিশাল রেলওয়ে স্টেশনে পাওয়া গেছে। স্টেশনের লোকজন তাকে পেয়ে ৯৯৯ এ কল দিলে ত্রিশাল থানার উপ পরিদর্শক আমিনুল হক গিয়ে তাকে থানায় নিয়ে যান। ছেলেটি জানায়, তার বাবা-মা চট্টগ্রামে থাকেন। সে তার নানার বাড়ি বাজিতপুরে থাকতো। সেখান থেকে বাবা-মায়ের কাছে যাবার জন্য বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে। বাজিপুর রেল স্টেশন থেকে ট্রেনে ময়মনসিংহ/এয়ারপোর্ট হয়ে ত্রিশালে চলে যায়।
ছেলেটিকে তার পরিবারের কাছে পৌছাতে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে ০১৩২০–১০৩২৭৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।