নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রকিবুল হাসান শিবলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
মো. রকিবুল হাসান শিবলী একমাত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ ছিল।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, মো. রকিবুল হাসান শিবলী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার বেলা ১২ টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। ২০ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। প্রত্যাহার করা না হলে ২১ সেপ্টেম্বর একমাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম গত ৮ মে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের ১০ জন নেতা মনোনয়ন দাবি করেন। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রিয় কমিটির কাছে পাঠানো হলে রকিবুল হাসান শিবলীকে মনোনয়ন দেওয়া হয় বলে জানা গেছে।