পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে মিছিলটি উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজীব, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নুরুজ্জামান বাবু, আসাদুজ্জামান ডিলার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক এবং বিএনপি–জামাতের লোকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।