হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১৩ জন হলেন আ. বারিক মাস্টার (৪৫), স্বপ্না আক্তার (৩৮), মরিয়ম (২৪), হোছনা বেগম (৩০), আ. জলিল (৫০), শফিকুল ইসলাম (৩০), এরশাদ মিয়া (৩০), মাসুদ মিয়া (৩০), মো. হেলিম মিয়া (৪৫), বাদল মিয়া (৩৩), রুবেল মিয়া (৪০), সাব্বির মিয়া (১৮) ও আ. হেলিম (৬০)। তবে আদালতের আদেশে (রি কলে) রুবেল মিয়া, সাব্বির মিয়া ও আ. হেলিম আদালতে প্রেরণের আগেই মুক্তি পেয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামী ছিলেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।