নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি দায়ের করেন মেয়েটির বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের অভিযুক্ত শিক্ষক নূরুল ইসলাম একই গ্রামের দিনমজুরের এক শিশুকন্যাকে আমড়া খাওয়ানোর লোভ দেখিয়ে গত রবিবার নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির কান্না শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান। পরে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠছে।
স্থানীয়রা আরও জানান, সিংদই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নূরুল ইসলাম পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়িতে গেলে অভিযুক্ত নূরুল ইসলামকে পাওয়া যায়নি। তার স্ত্রী ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।
নান্দাইল মডেল থানায় সোমবার শিশুটির বাবা অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।