হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. তাজউদ্দিন তাজ এর সঞ্চনালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম. এ হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম প্রমুখ।