করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেল চোরচক্রের সাতজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার মুড়িকান্দি গ্রামের জয় (২৩) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই ইয়ামাহা এফ জেড মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জয়ের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন রাজিবুল করিম অন্তু (২১), ইবনে উমাইয়া (২১), সাজন মিয়া (২২), রুবেল মিয়া (২৪), মামুন মিয়া (২৪) ও রকি ইসলাম (২৮)।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।