অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। বুধবার সকাল সোয়া ৭টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারের ভিতর থেকে ৩৫ কেজি গাঁজা, ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৫), রাউতখলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আল আমিন (২৪) ও চান্দাখলা গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (২৩)। তাদের কাছ থেকে নগদ চারহাজার টাকাও জব্দ করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আশুগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।