পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: গ্রাম গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। বুধবার বিকালে এগারসিন্দুর ইউনিয়নের তালদশী খেলাটি অনুষ্ঠিত হয়।
ক্ষুদে লাঠিয়ালদের সাথে প্রবীণ লাঠিয়াল দল তাদের লাঠিখেলা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। বিপুল সংখ্যক দর্শক লাঠিতে লাঠিতে ঠোকাঠুকির এ খেলা উপভোগ করেন । বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৬টা পর্যন্ত চলে খেলাটি। বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকরাও হর্ষধ্বনি আর উল্লাস প্রকাশ করেন।
আয়োজক কমিটির জুয়েল মিয়া জানান, গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় এই খেলা কালের বিবর্তনে আজ প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এ খেলার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। মোট চারটি লাঠিয়াল দল এতে অংশগ্রহণ করে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. রিপন মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. শাহাব উদ্দিন শাহাব।
যুবলীগ নেতা এনামুল হাসান রাজিব ও আবুল কাশেমের সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মেম্বার, নূরুল ইসলাম, লালু হোসেন, আ.কাদির, গোলাম মোস্তফা গোলাপ প্রমুখ।