হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে পারস্পরিক শিক্ষণ কর্মসূচি (এইচ এল পি) প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রিপ ট্রাস্টের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জাতীয় স্থানীয় ইনস্টিটিউট (এন আই এলজি) ও হোসেনপুর উপজেলা প্রশাসন।
কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাহে আলম উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা কর্মশালায় অংশ নেন।
আপনার মন্তব্য করুন