নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে পুকুরে ডুবে তানিয়া (৯) ও হাবিবা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।
তানিয়ার বাবার নাম তারা মিয়া ও হাবিবার বাবার নাম বাচ্চু মিয়া। দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তানিয়া ও হাবিবাসহ আরও কয়েকজন শিশুরা স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় ওই দুই শিশু। এ সময় তাদের সাথে গোসল করতে আসা সুমাইয়া ও মিথিলা নামে অপর দুই শিশু দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়৷ পরে বাড়ির লোকজন পুকুরে গিয়ে তল্লাশি চালিয়ে তানিয়া ও হাবিবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) উবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।