হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্রণী ব্যাংকের নবাগত অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপকে (ডিজিএম) খাইরুল নাঈমকে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বরণ অনুষ্ঠানের আয়োজন করে অগ্রণী ব্যাংক লিমিটেড, হোসেনপুর শাখা।
এ সময় অগ্রণী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ অফিসার সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, হোসেনপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ফকির, প্রিন্সিপাল অফিসার মো. এমদাদুল হক ভূঞা, সিনিয়র অফিসার মো. হুমায়ুন রেজা, রতন কুমার চক্রবর্তী, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ জমাত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত ডিজিএমকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
আপনার মন্তব্য করুন