অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার উচালিয়া মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪০০টাকা ও দুটি মোবাইল ফোন সেটসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রসুলপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে মোবারক (৩২), মৃত আব্দুল হামিদের ছেলে আব্বাস মিয়া (৩৯) ও আবদুর রহমানের ছেলে আব্দুল মতিন মিয়া (৩২)।
গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে সরাইল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।