নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে মোটর সাইকেলের ধাক্কায় গোলাপ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি নান্দাইলের চকমতি গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে।
শুক্রবার বিকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চকমতি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, পাছমুশুল্লী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চকমতি এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. মাসুদ খান দুর্ঘটনাটির ব্যাপারে অবগত নন বলে জানান।
আপনার মন্তব্য করুন