নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে আসা শায়ন পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় একটি ফিলিং স্টেশনে ঢোকার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। তারা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের (সোনালী ব্যাংকের পাশে) প্রাণেশ চন্দ্র দাসের ছেলে দূরন্ত সাহা ও নান্দাইল ভূমি অফিসের সামনের রফিকুল ইসলামের ছেলে রায়হান।
আহত দুজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও মোটরসাইকেল আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
আপনার মন্তব্য করুন