হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাপাসাটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুরে কাপাসাটিয়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানাজার আগে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
আপনার মন্তব্য করুন