ঢাকাMonday , 20 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্ষত বিক্ষত নিথর মায়ের কোলে কাঁদছিল শিশুটি

প্রতিবেদক
-
September 20, 2021 10:53 am
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার যোগের হাওর নামক স্থানে ইয়াসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তার কোলে থাকা তিন বছরের শিশুকন্যা ফাতেমার কান্নার শব্দ শুনে  লোকজন ওই গৃহবধূর ক্ষতবিক্ষত লাশের সন্ধান পায়। 

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নান্দাইলমদনপুর এলাকার যুগের হাওরের নির্জন স্থানে। মায়ের কোলে কান্নারত শিশু  ফাতেমার শরীরে রক্ত লেগে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইয়াসমিন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো. সিরাজের মেয়ে। প্রায় বছর আগে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেনের সাথে তার বিয়ে হয়। এর মধ্যে তাদের দুটি সন্তানের জন্ম হয়। বিয়ের কিছুদিন পর বিভিন্ন বিষয়ে কলহবিবাদ লেগেই ছিল তাদের। এক পর্যায়ে তা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মাঝে সমঝোতা হলে গত দুইদিন আগে ইয়াসমিন স্বামীর বাড়িতে ফিরে আসেন

নিহত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ স্বামী তার পরিবারের লোকজন জেদ মিটাতে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে।  যে স্থানে ওই গৃহবধূর লাশ পাওয়া গেছেসেখান থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় আধা কিলোমিটার। 

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান বলেন, গৃহবধূর  লাশ উদ্ধার করে রবিবার  ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে কিছু আলামত পাওয়া গেছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য করুন