নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের পতাকা, সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্র শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন শ্লোগান দেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক পলাশ মোত্তাকী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি নূরুল হক খোকা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনাছুর রহমান খান, ইশতিয়াক রহমান সিজার, জালাল উদ্দিন, কবীর আহমেদ সুগম, বিল্লাল হোসেন, আহসান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১০ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিন আনন্দ শোভাযাত্রা করেছি। পর্যায়ক্রমে সকল কর্মসূচি পালন করা হবে।