নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ইয়াসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে শিশুকন্যার সামনে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় এনে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে নান্দাইল-মদনপুর এলাকার যুগের হাওরের নির্জন স্থান থেকে গৃহবধূ ইয়াসমিনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর কোলের ওপর থাকা তার তিন বছরের শিশুকন্যা ফাতেমার কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন লাশের সন্ধান পায়। খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত ইয়াসমিনের ভাই বকুল মিয়া বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াসমিন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো. সিরাজের মেয়ে। প্রায় ৮ বছর পূর্বে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেনের সাথে তার বিয়ে হয়। এর মধ্যে ওই দম্পত্তির দুটি সন্তান হয়। বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে তা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। কয়েকদিন আগে স্বামী ও স্ত্রীর মাঝে সমঝোতা হলে হত্যাকাণ্ডের দুইদিন আগে ইয়াসমিন স্বামীর বাড়িতে ফিরে আসেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, হত্যার ঘটনায় ব্যবহৃত রামদা পুলিশ উদ্ধার করেছে। মামলার এজাহারভূক্ত অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।