হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদণ্ডের আলোকে বিশেষ অবদানের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়।
সোমবার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলীকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হওয়ায় এক প্রতিক্রিয়ায় নিউজ একুশের মাধ্যমে তিনি বিশেষ সহযোগিতার জন্য হোসেনপুর ও কটিয়াদী মডেল থানার সহকর্মীসহ স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান। এই পুরস্কার প্রাপ্তি ভবিষ্যতে তার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিবে এবং নতুনদের উৎসাহিত করবে বলে মনে করেন তিনি। এজন্য তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও কিশোরগঞ্জের পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সোনাহর আলী ৩১তম বিসিএসের মাধ্যমে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে র্যাব-১০ এ প্রথম চাকরি জীবন শুরু করেন। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাঠানচক গ্রামের তৈয়ব আলীর ছেলে।