হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু নির্মাণের দাবিতে আবারও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালীতে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভেঙ্গে ফেলা সেতুর পাশে গাড়ি চলাচলের উপযুক্ত বিকল্প সেতু নির্মাণের আশ্বাস দেওয়ার পরও সেটি নির্মিত হয়নি। বিকল্প সেতু নির্মিত না হওয়ায় ছাত্র ছাত্রী বিশেষ করে রোগীদেরকে হাসপাতালে আনা নেওয়া করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিকল্প সেতু নির্মাণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-গোবিন্দপুর সড়কের ফটিকখালীতে নরসুন্দা নদীর ওপর আগের পাকা সেতুটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় প্রায় এক বছর আগে। কিন্তু যানবাহন চলাচলের উপযোগী বিকল্প সেতু নির্মাণ না করায় এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিকল্প সেতু নির্মাণের দাবিতে গত ৩০ আগস্ট একই স্থানে মানববন্ধন করেছিলেন এলাকাবাসী। মানববন্ধনের পর গত ৩ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।