কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে মাসব্যাপী বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার বিকালে পৌর সদরে সংগঠনটির কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির, রক্তদান সমিতির উপদেষ্টা আবদুর রহমান রুমী, জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন অর রশিদ, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, উপ–সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক আজিজুর রহমান, সালেহ মারুয়া, ফুয়াদ হাসান আদর, নবজিৎ সাহা, আব্দুর রাজ্জাক মারুয়া, কাওসার রানা, বৃষ্টি আক্তার, সাদিব আহমেদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, করোনা প্রতিরোধে রক্তদান সমিতি ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিনামূল্যে টিকা নিবন্ধন কর্মসূচিও জনসাধারণের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে তিনি মনে করেন।
২২ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।