নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পৌর এলাকার মুন্সী আজিম উদ্দিন (রহমানিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, মুন্সী আজিম উদ্দিন (রহমানিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ভূ্ঁইয়া, প্রধান শিক্ষক রীনা রাণী সরকার, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদেরকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ের ওপর আলোচনা করা হয়।
এর আগে গত বুধবার সকালে শহরের গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, উদীচীর উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সহ সভাপতি রাখাল দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, সদস্য বাবুল রেজা, প্রধান শিক্ষক রুমা অঞ্জলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়েও মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।