নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে নান্দাইল মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি কাঁচা সড়কের পাশের ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধের লাশটি পাওয়া যায়। লোকটির গায়েব রঙ ফর্সা, পরনে লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের অনেক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করেন। কিন্তু কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক বলেন, অজ্ঞাত ওই পুরুষকে নির্মমভাবে সামনে ও পিছনের দিক থেকে গলা কেটে হত্যা করা হয়েছে। অনেকেই লাশটি দেখেছেন। কিন্তু কেউ তাকে শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, গতরাতে ওই বৃদ্ধ লোকটিকে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে যায় ঘাতকরা।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে বলে তিনি জানান।