নিজস্ব প্রতিবেদক: আশরাফ আলী সোহান কিশোরগঞ্জের প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের একজন। বিশেষ করে ইসলামি সঙ্গীতে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। ইসলামি সংস্কৃতি প্রচারে রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল। যা আর্টিস্ট চ্যানেল হিসেবে ভেরিফাইড করে দিয়েছে ইউটিউব। এছাড়াও ইন্টারন্যাশনাল পডকাস্ট প্লাটফর্ম স্পটিফাই, মিউজিক্সম্যাচ, এমাজন মিউজিক, এপল মিউজিকসহ বিভিন্ন প্লাটফর্মে রয়েছে তার ইসলামি সঙ্গীত। সেই সাথে ভেরিফাইড একাউন্ট।
কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের আহমাদ আলীর ছেলে আশরাফ আলী সোহান প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা হতে ২০০৬ এ হিফজ, ২০১৪–১৫ তে দাওরা (জামিয়া ইসলামিয়া), ২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসের উপর অনার্স সমাপ্ত করেন। আশরাফ আলী সোহানের সঙ্গীতচর্চা শুরু ২০১৮ সাল থেকে। তার প্রথম সঙ্গীত ‘ওগো নাবিজি’ এর মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে তার পদচারণা হয় ২০১৯ সালে। এরপর থেকে তিনি একে একে বেশ কিছু জনপ্রিয় ইসলামি সঙ্গীত শ্রোতাদের উপহার দিয়েছেন।
আশরাফ আলী সোহান ইন্টারন্যাশনাল পডকাস্ট প্লাটফর্মে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন ইসলামি সঙ্গীত। বাংলাদেশি ইসলামি সংগীত ইন্টারন্যাশনাল পডকাস্ট প্লাটফর্মে প্রকাশ পেয়েছে অনেকটা আশরাফ আলী সোহানের হাত ধরেই। তার প্রকাশিত ইসলামি সঙ্গীতের মধ্যে ‘ওগো নাবিজি’, ‘তোমায় স্মরি’, ‘স্বপ্নে করি জিয়ারত’ ইত্যাদি সঙ্গীত বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশে ইসলামি সঙ্গীত চর্চার অন্যতম অগ্রপথিক ছিলেন মাওলানা আইনুদ্দীন আল আজাদ। তিনি ছিলেন ইসলামকেন্দ্রিক সংস্কৃতির একজন পুরোধা ব্যক্তিত্ব।
অপসংস্কৃতির মোকাবিলায় সুস্থ ও নির্মল সংস্কৃতি বিকাশের লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন আমৃত্যু।
ইসলামি সংস্কৃতি নিয়ে আইনুদ্দীন আল আজাদ তৈরি করে গেছেন অগণিত সংস্কৃতিকর্মী। তার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী। আশরাফ আলী সোহানও তার সান্নিধ্য পেয়েছেন।
আশরাফ আলী সোহান জানান, ইসলামি সংস্কৃতির চর্চা মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনতে বেশ ভূমিকা রাখছে। ইসলামি সংস্কৃতির সম্ভাবনা নিয়ে ব্যাপক আশাবাদী তিনি। সে লক্ষ্যে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে শ্রোতাপ্রিয় অসংখ্য সঙ্গীত নির্মাণ করে যাচ্ছেন। তিনি বলেন, স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের এই বিস্তীর্ণ ভূমিতে ইসলামি সংস্কৃতি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।