নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী হাওরে নিখোঁজের একদিন পর দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন রনি (২২) ও আলমগীর (২০)।
শনিবার বেলা পৌনে ১১ টার দিকে গোড়াদিঘা গ্রামের ঘোড়াউত্রা নদী থেকে রনির এবং দুপুর আড়াইটার দিকে একই স্থান থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের সাইদুর রহমানের ছেলে। আলমগীর গাইবান্ধা জেলা সদরের ভবানীপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে। তারা পরস্পর বন্ধু এবং দুজনই ঢাকায় থেকে পিকআপ ভ্যান চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ২ টার দিকে নিকলী উপজেলার গোড়াদিঘা গ্রামের ঘোড়াউত্রা নদীর কেওড়া গাছতলায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।
আপনার মন্তব্য করুন