নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার অভিযান চালায় র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সুইচ গিয়ার চাকু এবং একটি স্টীল ও প্লাস্টিকের তৈরি চাকু। গ্রেফতার দুজন হলেন ভৈরবে চণ্ডিবের কলাবাগান এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে মোহন মিয়া (২০) ও পলতাকান্দা নতুন রাস্তা এলাকার বাদল মিয়ার ছেলে হাসান (১৯)।
অপরদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিনাইর ট্রেনিং সেন্টার এলাকার একটি হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩২ বোতল ফেনসিডিলসহ মনির মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।