হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকালে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে হোসেনপুর উপজেলা পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং ইউএনওর নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূর মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বড় নৌকা (সরঙ্গ) ময়মনসিংহ সদরের হেকমত আলী, বড় নৌকা ছিপ ময়মনসিংহ সদরের কাজল ম্বেবার ও ছোট নৌকা যৌথভাবে হোসেনপুর উপজেলার চর হাজীপুরের নূরুল আমীন ও পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকির কাঞ্চন বেপারিকে পুরস্কৃত করা হয়।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নামে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ব্রহ্মপুত্র নদের তীরে হাজারো মানুষের ঢল নামে।