নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ইয়াবা, নগদ টাকা, মোবাইল সেট ও মোটরসাইকেলসহ মাহমুদুল হাসান জনি (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দুপুরে সদর উপজেলার জেলখানা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মনু মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলখানা মোড়ে অভিযান চালায়। এ সময় ২৭৫ পিস ইয়াবা, নগদ ৬১০টাকা, দুটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেলসহ জনিকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার মাহমুদুল হাসান জনিকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।