নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মুজাহিদ নামে ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে খানপাড়া গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে।
সোমবার সকালে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটির মা পারভীন আক্তার ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন জাহাঙ্গীরপুর আলিয়া মাদ্রাসায় স্থাপিত একটি ক্যাম্প থেকে ভাতার টাকা তুলতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মায়ের কোলে থাকা শিশু মুজাহিদ পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা যত্ন প্রকল্পের টাকা তুলতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।