নিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদি উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম. এ হানিফ, দপ্তর সম্পাসক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সম্পাদক মণ্ডলীর সদস্য ফাহমিদা আক্তার পলি, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, বাজিতপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।