নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ভয়াবহতা রোধে ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র ১০০ শিশুকে মশারি দেওয়া হয়েছে।
সোমবার সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এরিয়া প্রোগ্রাম আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে এসব শিশুর হাতে মশারি তুলে দেন।
নিবন্ধিত হতদরিদ্র ৫৯৫ জন শিশুর মাঝে ‘গিফ্ট নটিফিকেশন-২০২১ অনুষ্ঠানে’ ১০০ জন শিশু ও তাদের পরিবারের মাঝে মশারি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি তুহিন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন। সমাজের সকলকে এ ধরণের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এরিয়া প্রোগ্রামের স্পন্সরশীপ এ্যাণ্ড চাইল্ড প্রোক্টেশন অফিসার উজ্জ্বল প্যাট্টিক কোড়াইয়া এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত প্রমুখ।