নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ।
কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক সদর উপজেলা কমান্ডার ভুপাল নন্দী, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান নওশা, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, অপু সাহা, আল মামুন, মাসুদ আলম, প্রশান্ত চন্দ্র সরকার, নাজমুল অনিক, মনোয়ার হোসেন রনি, ইকবাল মিয়া, সোহেল মিয়া, রুবেল মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কেক কাটা হয়।