হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়জন এমপিওভূক্ত শিক্ষক সরকারের নিদের্শনা না মেনে ক্লাস বর্জন করায় শোকজ করেছেন ইউএনও।
জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। ১২ সেপ্টেম্বর থেকে টানা তিনদিন এমপিওভূক্ত ছয় শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থেকেও ক্লাস বর্জন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি গত ১৪ সেপ্টেম্বর আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ক্লাস বর্জনের দায়ে তিনদিনের বেতন কর্তন ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন ক্লাস বর্জনের কারণ জানতে চেয়ে তাদেরকে শোকজের চিঠি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শোকজের জবাব বোধগম্য না হওয়ায় গত সোমবার ব্যাখ্যা চেয়ে ছয় শিক্ষককে পুনরায় শোকজের চিঠি দেন।
তারা হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম খান, মো. আয়নাল হক, আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী, তবারুল ইসলাম ভূইয়া ও জহিরুল ইসলাম।