নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ১৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলা সদরের একটি হোটেলের সামনের রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করে র্যাব। পরে মাইক্রোবাসের ভিতর থেকে ১৪ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ৪০০ টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাশিপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মনু মিয়া (২৬) ও একই উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে আসাদ আলী (৩৭)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।