নিউজ একশে ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসেটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে জবেদ আলী (৪৩) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ তিন হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। গ্রেফতার জবেদ আলী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার জবেদ আলীকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।