ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচি।
সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সকাল ১০ টায় রক্তদান কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষকলীগ, বেলা ১১ টায় আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রলীগ, দুপুর ১২ টায় কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিকাল ৫ টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগ, আর বিকাল সাড়ে ৫ টায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে দলীয় কার্যালয়ে আলোকসজ্জার আয়োজন করে উপজেলা সেচ্ছাসেবক লীগ। রাত সাড়ে ৮ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবলীগ।
প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাবউদ্দীন ঠাকুর খসরু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সত্যজিৎ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম মানিক মাস্টার, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক বজলু মিয়া, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর শ্যামল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি উবায়দুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বিজয় রায় প্রমুখ।
বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।