ঢাকাThursday , 30 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপে ২৯ ইউপিতে নির্বাচন

প্রতিবেদক
-
September 30, 2021 3:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপে ২৯ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে করিমগঞ্জ উপজেলার ১১টি, বাজিতপুরের ১১টি ও তাড়াইলের ৭টি ইউনিয়ন।

নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত তফসিলের বরাত দিয়ে জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলার ২৯টি ইউনিয়নের মধ্যে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল, গুজাদিয়া, কিরাটন, বারঘরিয়া, নিয়ামতপুর, দেহুন্দা, সুতারপাড়া, গুণধর, জয়কা, জাফরাবাদ ও নোয়াবাদ ইউনিয়ন। বাজিতপুর উপজেলার হুমাইপুর, দিলালপুর, বলিয়ারদি, সরারচর, হালিমপুর, হিলচিয়া, দিঘীরপাড়, পিরিজপুর, মাইজচর, গাজিরচর ও কৈলাগ ইউনিয়ন। তাড়াইল উপজেলার তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল সাচাইল ইউনিয়ন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, নির্বচনী তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য করুন