নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানের আলোকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমানসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকগণ।
আপনার মন্তব্য করুন