নিজস্ব প্রতিবেদক:উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যক্রমকে আরও গতিশীল ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জে উদীচীর স্কুল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার সকালে জেলা পাবলিক লাইব্রেরির সভাকক্ষে আয়োজিত কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর এক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।
জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব করেন সংগঠনের সহ সভাপতি দুলাল দত্ত রাখাল। তার প্রস্তাবের ওপর সকলেই একমত পোষণ করেন। বিষয়টির ওপর খুব শিগগির ব্যাপক আলোচনা করে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ৮ অক্টোবর ময়মনসিংহে আয়োজিত উদীচীর প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাবেক সভাপতি এডভোকেট শেখ এ. কে. এম নূরুন্নবী বাদল, সহ সাধারণ সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন, মাজহার মান্না, কার্য নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ব্রজেন্দ্র দেবনাথ, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, রঞ্জিত সরকার, মানস কর, অপু সাহা ও বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হক।
সভা সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।