ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ২, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হৃদয় মিয়া (২৩) নামে তারই মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিদান মিয়ার কাছে কিছু টাকা দাবি করেন ছেলে হৃদয় মিয়া। পিতা টাকা দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয় হৃদয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা নিদান মিয়া বাড়ির বাইরে গেলে ছেলে হৃদয় বাড়ির পাশে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নিদান মিয়ার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই হৃদয়কে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতন মিয়া বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে হৃদয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে ওসি জানান।

আপনার মন্তব্য করুন