ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি শনিবার দুপুর ১ টা ৪০ মিনিটে ভৈরবের তাতারকান্দি এলাকায় পৌছলে এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস হাসান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ হয়ে ভৈরবের তাতারকান্দি এলাকায় পৌছলে ইঞ্জিন রুমের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
বগিটি উদ্ধারে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। তবে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত উদ্ধার কাজ শেষ হতে কতক্ষণ লাগবে সেটা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি কেউ।
আপনার মন্তব্য করুন