ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ট্রেনের বগি উদ্ধার, চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
-
অক্টোবর ২, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর পৌনে ২ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস টেনটি ভৈরবের তাতারকান্দি এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।

ভৈরব রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, বিকাল ৩ টা ৩৫ মিনিটে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় চার ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্টেন চলাচল স্বাভাবিক হয়। বগিটি উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

আপনার মন্তব্য করুন