তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে জুনায়েদ হোসেন (৩০) নামে এক বাক প্রতিবন্ধী যুবককে হত্যা করা হয়েছে। তিনি দিগদাইড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। রবিরার ভোর ৬ টার দিকে দিগদাইড় এলাকার সাজিয়া কাহনীয়া বিলে তার লাশ পাওয়া যায়। তিনি এই বিলেরই পাহারাদার ছিলেন।
স্থানীয় সাজিয়া কাহনীয়া বিলের বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
নিহত জুনায়েদের চাচা পশর আলী অভিযোগ করেন, বিলটি প্রায় এক মাস আগে তারা কয়েকজন মিলে তিন বছরের জন্য ইজারা নেন। নিহত জুনায়েদ এই বিলের একজন অংশিদার এবং নির্দিষ্ট বেতনে পাহারাদারের কাজও করেন।
তিনি আরও জানান, বিলের ইজারা নেওয়ার আগে থেকেই এ নিয়ে ঝামেলা চলছিল একই এলাকার কয়েকজনের সাথে। রবিবার সকালে তিনি বিলের পাড়ে গিয়ে দেখেন প্রতিপক্ষের ৪০/৫০ জনের মতো লোক বিলের পাড় থেকে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। পরে তিনি বিলের পাড়ে গিয়ে তার ভাতিজা জুনায়েদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার বুকে ও পিঠে বল্লমের আঘাত দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সময়ের যে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। তার বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ কে বা কারা তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে এলাকায় বিল নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে বলে জানান তিনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।