বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৪৮ জন। এরমধ্যে তিনটি ইউনিয়নে ১ জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এ তালিকা প্রকাশ করা হয়।
দলের কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক ও জেলা কমিটির অনুমতি সাপেক্ষে রবিবার বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে দলের ৪৮ জন নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাদের মধ্যে হুমাইপুর ইউনিয়নে ১ জন, দিলালপুরে ১ জন, বলিয়ার্দীতে ১ জন, সরারচরে ৬ জন, হালিমপুরে ৫ জন, হিলচিয়ায় ৭ জন, দিঘীরপাড়ে ৫ জন, পিরিজপুরে ৪ জন, মাইজচরে ৫ জন, গাজিরচরে ৭ জন ও কৈলাগ ইউনিয়নে ৬ জন।
সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্য ছাড়াও উপদেষ্টামণ্ডলী, পৌর ও সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আফজাল হোসেন জানান, মনোনয়ন প্রত্যাশীদের নাম চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে।