নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৫৭টি ভারতীয় মোবাইল সেট ও একটি গাড়িসহ যোজন বিশ্বাস দুর্জয় (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বিধু দাসের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে ভৈরবের দুর্জয় মোড় ট্রাফিক বক্সের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। এ সময় একটি নিশান এক্স ট্রেইল গাড়ির ভিতর থেকে ৩৫৭ টি ভারতীয় (রেডমি ৯ পাওয়ার) মোবাইল সেটসহ যোজন বিশ্বাস দুর্জয়কে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতার দুর্জয় ভারতীয় অবৈধ মোবাইল সেটগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে মর্মে স্বীকার করেছেন।
এ ব্যাপারে অবৈধ মোবাইল চোরাচালান ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।