নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মিঠুন মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি কিশোরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বগাদিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে বগাদিয়া এলাকায় অভিযান চালায় র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ চার হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ মিঠুনকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিঠুন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন