হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পূর্ব শুত্রুতার জেরে নার্সারীর সহস্রাধিক চারা গাছ ধ্বংস ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়মাছুয়া গ্রামে।
স্থানীয়রা জানান, গড়মাছুয়া গ্রামের মো. নাজিম উদ্দিনের স্ত্রী মঞ্জিলা খাতুনের সাথে একই গ্রামের মৃত ইসরাইলের ছেলে ফারুক ও তার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধ নিস্পত্তির উদ্যোগ নিলেও এর সুরাহা হয়নি।
সোমবার সকালে মঞ্জিলা খাতুনের নার্সারীর সহস্রাধিক বিভিন্ন জাতের চারা গাছ ধ্বংস ও অনেক চারা গাছ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ব্যাপারে নার্সারীর মালিক মঞ্জিলা খাতুন ৯ জনকে অভিযুক্ত করে হোসেনপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।