হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সোমবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক প্রমুখ।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ১৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।