নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বজ্রপাতে পোলট্রি খামারের দুই কর্মীর মৃত্যু ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া গ্রামের একটি পোলট্রি খামারে।
সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ঝিকরজোড়া গ্রামে সোহেলের পোলট্রি খামারে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও একজন আহত হন। সকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাটি ঘটে। বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (৪৫) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরদ্রোন গ্রামের মুক্তার মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)। এ সময় আহত হয়েছেন রতন (৫০) নামে আরেক কর্মী। তিনি সদর উপজলার দানাপাটুলি ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। আহত রতনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।